Tumi Amari Song Lyrics (তুমি আমারই) Song By Tahsin Ahmed | Afran Nisho | Mehazabien Natok
SONG CREDIT
Song: Tumi Amare
Lyric: Shomeshwar Oli
Voice: Tahsin Ahmed
গানটির ভিডিওটি দেখতে👇👇
"Tumi Amari" Bangla Song Lyrics:
তোমার হাতে হাতটি রেখে
বহুদূর হেঁটে যেতে
পাহাড় যদি পেরিয়ে এসেছি
তোমার দেখা পেতে।
আজ একটা গল্প বলি শোনো
তোমার বিকল্প নেই কোনো
সংকল্প হয়ে তুমি তুমি এ হৃদয়ে লুকোনো।
তুমি আমারই, আমারই তুমি
ঘুরিয়ে ফিরিয়ে বললেও
তোমার হয়েই থাকবো আমি
হৃদপিন্ড না চললেও।
হঠাৎ ভুল হলে যেয়ো না তো চলে
শাসন করো তুমি আমায়
কিছু খুনসুটি যেন পায়না ছুটি
আদর দিয়ে বর্ষা নামায়।
আজ একটা গল্প বলি শোনো
তোমার বিকল্প নেই কোনো
সংকল্প হয়ে তুমি তুমি এ হৃদয়ে লুকোনো।
তুমি আমারই আমারই তুমি
ঘুরিয়ে ফিরিয়ে বললেও
তোমার হয়েই থাকবো আমি
হৃদপিন্ড না চললেও।
তোমার চলা কথা বলা
কিংবা ঠোঁটের হাসি
এসব কিছুর চাইতে তোমার
মনটা ভালোবাসি।
সব মিলিয়েই তুমি আমার
দারুন ভাগ্য রাশি
একশো রকম কষ্ট ভুলে
তোমার কাছে আসি।
আজ একটা গল্প বলি শোনো
তোমার বিকল্প নেই কোনো
সংকল্প হয়ে তুমি তুমি এ হৃদয়ে লুকোনো
তুমি আমারি আমারি তুমি
ঘুরিয়ে ফিরিয়ে বললেও
তোমার হয়েই থাকবো আমি
হৃদপিন্ড না চললেও।
বহুদূর হেঁটে যেতে
পাহাড় যদি পেরিয়ে এসেছি
তোমার দেখা পেতে।
আজ একটা গল্প বলি শোনো
তোমার বিকল্প নেই কোনো
সংকল্প হয়ে তুমি তুমি এ হৃদয়ে লুকোনো।
তুমি আমারই, আমারই তুমি
ঘুরিয়ে ফিরিয়ে বললেও
তোমার হয়েই থাকবো আমি
হৃদপিন্ড না চললেও।
হঠাৎ ভুল হলে যেয়ো না তো চলে
শাসন করো তুমি আমায়
কিছু খুনসুটি যেন পায়না ছুটি
আদর দিয়ে বর্ষা নামায়।
আজ একটা গল্প বলি শোনো
তোমার বিকল্প নেই কোনো
সংকল্প হয়ে তুমি তুমি এ হৃদয়ে লুকোনো।
তুমি আমারই আমারই তুমি
ঘুরিয়ে ফিরিয়ে বললেও
তোমার হয়েই থাকবো আমি
হৃদপিন্ড না চললেও।
তোমার চলা কথা বলা
কিংবা ঠোঁটের হাসি
এসব কিছুর চাইতে তোমার
মনটা ভালোবাসি।
সব মিলিয়েই তুমি আমার
দারুন ভাগ্য রাশি
একশো রকম কষ্ট ভুলে
তোমার কাছে আসি।
আজ একটা গল্প বলি শোনো
তোমার বিকল্প নেই কোনো
সংকল্প হয়ে তুমি তুমি এ হৃদয়ে লুকোনো
তুমি আমারি আমারি তুমি
ঘুরিয়ে ফিরিয়ে বললেও
তোমার হয়েই থাকবো আমি
হৃদপিন্ড না চললেও।
Tags : Tahsin Ahmed, Mehazabien, Afran Nisho,
*************************************