Sonogo Dokhino Hawya Bangla Lyrics (শোনো গো দখিনো হাওয়া) - Song By Sabrina Saba
Singer: Sabrina Saba
Music Compose: Anik Sahan
গানটির ভিডিওটি দেখতে : 👇👇
Music Compose: Anik Sahan
গানটির ভিডিওটি দেখতে : 👇👇
"শোনো গো দখিনো হাওয়া" বাংলা লিরিক্স :
শোনো গো দখিনো হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি (২)
মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা
জাগিল মধু লগনে বাড়ালো কি আশা
উতালা করেছে মোরে, আমারি ভালোবাসা
অনুরাগে প্রেম শরীরে দুব দিয়েছি আমি
শোনোগো মধুর হাওয়া প্রেম করেছি আমি
দহনো বেলাতে আমি প্রেমেরও তাপসী
বরষাতে প্রেম ধারা, শরতের শশী
রচিগো হেমেন্তে মায়া, শিতিতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী
শোনোগো মধুর হাওয়া
প্রেম করেছি আমি
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি।
************************************