Tore Vule Jawar Lagi Lyrics | তোরে ভুলে যাওয়ার লাগি | Samz Vai


SONG CREDIT

Song: Tore Vule Jawar Lagi
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music: Ankur Mahamud




"তোরে ভুলে যাওয়ার লাগি" বাংলা লিরিক্স :


তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি
সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারি নি

আজ এই অবেলায় তুমিহীনা কাটে না সময়
তুমিময় এই ভুবন
তোমাকে পেতে চাই কাছে এই মন সারাক্ষণ
কেনো বুঝ না তুমি কত আপন

এই অবেলায় কার অপেক্ষায় মন আমার কেঁদে যায়
আমি কি কিছুই জানি না
আমি জেনেও কি লাভ সে বুঝে না এই অনুরাগ
তারে ভুলা তো যায় না

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসি নি
সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারি নি
তুই ছাড়া কে বন্ধু হায় বুঝে আমার মন
তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন

আজ আমার শূন্যতা আমায় ডাকে বারেবার
আজ তুমি অন্য কারো জানি হবে না আমার
অতীতের কথাগুলো মনে পড়ে বারে বার
ভয় নেই আজ তোমাকে হারাবার

আজ আমি বড় একা নেই তোমার কোনো দেখা
তুমি আছো ভালো আমায় করে দিয়ে একা
পথের বাঁকে খুঁজে দেখো
পাবে তোমার পাশে ছায়া হয়ে রবো আমি
আমি তোমার কাছে
তোমায় নিয়ে গাইবো গান ভালোবাসার সুরে
আমি আশায় আছি একদিন আসবে  আবার ফিরে
আমার ছিলো কত স্বপ্ন তুমি ভেঙে দিয়েছ
বাস্তবতার দোহায় দিয়ে মনে ব্যাথা দিয়েছ
তোমার স্মৃতি গুলো কখনো ভুলে যাবার নয়
ওগো তোমায় ছাড়া আমার যে কাটেনা সময়

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি
সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারিনি
তুই ছাড়া কে বন্ধু হায় বুঝে আমার মন
তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন

তুই চলেছিস তোর স্রোতের টানে তাল মিলিয়ে সময়ের নিয়মে
ভুলে গেছিস অতীতের দিনের কথা
এখন কি আমায় ভাবিস নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস
সুখের ঘুম ঘুমিয়ে আছিস কার কোলে রেখে মাথা

কোন দিনই হবো না তোর পথেরই কাঁটা চলে যাব আমিও দূরে

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসি নি
সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারিনি
তুই ছাড়া কে বন্ধু হায় বুঝে আমার মন
তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন !


***************************************************************

Tore Vule Jawar Lagi Lyrics - Song By Samz Vi

Tore Vule Jawar Lagi Lyrics | তোরে ভুলে যাওয়ার লাগি | Samz Vai


SONG CREDIT

Song: Tore Vule Jawar Lagi
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music: Ankur Mahamud




"তোরে ভুলে যাওয়ার লাগি" বাংলা লিরিক্স :


তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি
সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারি নি

আজ এই অবেলায় তুমিহীনা কাটে না সময়
তুমিময় এই ভুবন
তোমাকে পেতে চাই কাছে এই মন সারাক্ষণ
কেনো বুঝ না তুমি কত আপন

এই অবেলায় কার অপেক্ষায় মন আমার কেঁদে যায়
আমি কি কিছুই জানি না
আমি জেনেও কি লাভ সে বুঝে না এই অনুরাগ
তারে ভুলা তো যায় না

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসি নি
সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারি নি
তুই ছাড়া কে বন্ধু হায় বুঝে আমার মন
তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন

আজ আমার শূন্যতা আমায় ডাকে বারেবার
আজ তুমি অন্য কারো জানি হবে না আমার
অতীতের কথাগুলো মনে পড়ে বারে বার
ভয় নেই আজ তোমাকে হারাবার

আজ আমি বড় একা নেই তোমার কোনো দেখা
তুমি আছো ভালো আমায় করে দিয়ে একা
পথের বাঁকে খুঁজে দেখো
পাবে তোমার পাশে ছায়া হয়ে রবো আমি
আমি তোমার কাছে
তোমায় নিয়ে গাইবো গান ভালোবাসার সুরে
আমি আশায় আছি একদিন আসবে  আবার ফিরে
আমার ছিলো কত স্বপ্ন তুমি ভেঙে দিয়েছ
বাস্তবতার দোহায় দিয়ে মনে ব্যাথা দিয়েছ
তোমার স্মৃতি গুলো কখনো ভুলে যাবার নয়
ওগো তোমায় ছাড়া আমার যে কাটেনা সময়

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি
সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারিনি
তুই ছাড়া কে বন্ধু হায় বুঝে আমার মন
তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন

তুই চলেছিস তোর স্রোতের টানে তাল মিলিয়ে সময়ের নিয়মে
ভুলে গেছিস অতীতের দিনের কথা
এখন কি আমায় ভাবিস নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছিস
সুখের ঘুম ঘুমিয়ে আছিস কার কোলে রেখে মাথা

কোন দিনই হবো না তোর পথেরই কাঁটা চলে যাব আমিও দূরে

তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসি নি
সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারিনি
তুই ছাড়া কে বন্ধু হায় বুঝে আমার মন
তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন !


***************************************************************