Abar - আবার - By Minar Rahman Bangla Song Lyrics
SONG CREDIT
Song: Abar - আবার
Singer: Minar Rahman
Lyrics: Snahashish Ghosh
Music: Rezwan Sheikh
Cast: Siam & Saira
DOP: Suman Sarker
Label: Sangeeta
Song: Abar - আবার
Singer: Minar Rahman
Lyrics: Snahashish Ghosh
Music: Rezwan Sheikh
Cast: Siam & Saira
DOP: Suman Sarker
Label: Sangeeta
"আবার" (Abar) বাংলা লিরিক্স :
তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?
দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।
তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?
আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই,
আমি আবার তোমার আশার প্রদীপ হতে চাই।
দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।
তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?
মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার,
হাসির আলোয় আমায় করো আলোকিত আবার।
দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।
তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?
দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।
তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?
আমি তোমার নতুন ভোরের সূর্য হতে চাই,
আমি আবার তোমার আশার প্রদীপ হতে চাই।
দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।
তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?
মুছে ফেলো অভিমানের দাগটি তুমি এবার,
হাসির আলোয় আমায় করো আলোকিত আবার।
দেবো না জল আসতে চোখে,
কোনদিনও আর,
আর একটিবার দাও যদি জল মোছার অধিকার।
তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে?
তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?
*******************************************************************