Kande Mon Amar (কান্দে মন আমার) Lyrics - Song By Samz Vi
♫♫ SONG CREDIT ♫♫
Song : Kande Mon Amar ( 'কান্দে মন আমার' )
Singer : Samz Vai
Lyrics & Tune : Samz Vai
Music : Tanzil Hasan
Drama : Cheka Kheye Beka
Directed By : Mabrur Rashid Bannah
Drama/Cast : Afran Nisho, Sabila Nur,
Parsa Evana & Musfiq R. Farhan
Label : Eagle Music
গানটির ভিডিও দেখতে👇👇👇
গানটির ভিডিও দেখতে👇👇👇
"কান্দে মন আমার" বাংলা লিরিক্স :
আমার অন্তর পুইড়া হইলো কালা
কেউ তো দেখেনা
কত সুখে আছি আমি তুমি জানো না।
হো.. কথা ছিলো আমায় ছেড়ে
তুমি যাবে না
আমায় কি আর বন্ধু তোমার
মনে পড়ে না ?
তুমি কোন সুখেরি আশায় আমায়
গেলা ছাড়িয়া
তোমায় ছাড়া আর আমার মন মানে না।
তোমার লাগি কান্দে মন আমার
প্রাণ সখি গো
হইয়া গেসো এখন তুমি কার ?
দিবানিশি তোমায় ভাবি
প্রাণবন্ধু রে
তোমায় ছাড়া মন বসে না
একলা ঘরে।
তোমার লাগি কলিজা আমার
প্রাণ সখি গো
হইয়া গেসো এখন তুমি কার ?
তোমার লাগি কান্দে মন আমার
প্রাণ সখি গো
হইয়া গেসো এখন তুমি কার?
আমার অন্তর পুইড়া হইলো কালা
কেউ তো দেখেনা
কত সুখে আছি আমি তুমি জানো না।
তোমার লাগি কান্দে মন আমার
প্রাণ সখি গো
হইয়া গেসো এখন তুমি কার ?
কেউ তো দেখেনা
কত সুখে আছি আমি তুমি জানো না।
হো.. কথা ছিলো আমায় ছেড়ে
তুমি যাবে না
আমায় কি আর বন্ধু তোমার
মনে পড়ে না ?
তুমি কোন সুখেরি আশায় আমায়
গেলা ছাড়িয়া
তোমায় ছাড়া আর আমার মন মানে না।
তোমার লাগি কান্দে মন আমার
প্রাণ সখি গো
হইয়া গেসো এখন তুমি কার ?
দিবানিশি তোমায় ভাবি
প্রাণবন্ধু রে
তোমায় ছাড়া মন বসে না
একলা ঘরে।
তোমার লাগি কলিজা আমার
প্রাণ সখি গো
হইয়া গেসো এখন তুমি কার ?
তোমার লাগি কান্দে মন আমার
প্রাণ সখি গো
হইয়া গেসো এখন তুমি কার?
আমার অন্তর পুইড়া হইলো কালা
কেউ তো দেখেনা
কত সুখে আছি আমি তুমি জানো না।
তোমার লাগি কান্দে মন আমার
প্রাণ সখি গো
হইয়া গেসো এখন তুমি কার ?
]] সমাপ্ত [[
Tags : Samz Vai, Afran Nisho, Sabila Nur, Bangali Lyrics, বাংলা লিরিক্স, Eagle Music,
Cheka Kheye Beka, Kande Mon Amar Lyrics, কান্দে মন আমার লিরিক্স,
Cheka Kheye Beka, Kande Mon Amar Lyrics, কান্দে মন আমার লিরিক্স,