Habib Wahid - Shitol Sporsho
Song : Shitol Sporsho
Vocal, Music & Tune : Habib Wahid
Lyrics : Ali Baker Zico
Guitar : Syed Tamim
Lyrical Video Edit : Faisal Mahmud
Vocal, Music & Tune : Habib Wahid
Lyrics : Ali Baker Zico
Guitar : Syed Tamim
Lyrical Video Edit : Faisal Mahmud
শীতল স্পর্শ বাংলা লিরিক্স - হাবিব ওয়াহিদ
চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।
দারুণ শীতল
ছিলো তোমার স্পর্শ,
দারুণ কষ্ট, নিয়ে আমি স্তব্ধ।
চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।
সময় থেমে থাকেনা
ভালোবাসা জমে থাকে হৃদয়ে।
তুমি নেই মানে তুমিই আছো
বুকের ভেতর খুব যতনে।
দারুণ শীতল
ছিল তোমার স্পর্শ,
দারুণ কষ্ট, নিয়ে আমি স্তব্ধ।
চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।
দারুণ শীতল
ছিলো তোমার স্পর্শ,
দারুণ কষ্ট, নিয়ে আমি স্তব্ধ।
চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।
সময় থেমে থাকেনা
ভালোবাসা জমে থাকে হৃদয়ে।
তুমি নেই মানে তুমিই আছো
বুকের ভেতর খুব যতনে।
দারুণ শীতল
ছিল তোমার স্পর্শ,
দারুণ কষ্ট, নিয়ে আমি স্তব্ধ।
চোখ যদি মুজি আমি
তুমি হেসে ওঠো চোখের ভেতর,
কান পেতে,
শুনি তোমার হাসির শব্দ।
Shitol Sporsho Song Lyrics In Banglish :
Chokh jodi muji ami
Tumi hese otho chokher vetor
Kan pete shuni tomar hasir shobdo
Darun shitol chilo tomar sporsho
Darun kosto niye ami stobdho
Somoy theme thakena
Valobasha jome thake hridoye
Tumi nei maane tumi acho
Buker bhetor khub jotone
Tumi hese otho chokher vetor
Kan pete shuni tomar hasir shobdo
Darun shitol chilo tomar sporsho
Darun kosto niye ami stobdho
Somoy theme thakena
Valobasha jome thake hridoye
Tumi nei maane tumi acho
Buker bhetor khub jotone
