Tip Tip Brishty - টিপ টিপ বৃষ্টি - Song Lyrics By Tonmoy Tansen
SONG CREDIT
Track : Tip Tip Bristy
Singers : TONMOY TANSEN
Singers : TONMOY TANSEN
"টিপ টিপ বৃষ্টি" বাংলা লিরিক্স :
এলেই যদি কেন চলে যাবে এখনি, ও তুমি
একটু পরে শুরু হবে টিপটিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি
একটু পরে শুরু হবে টিপটিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি
টিপটিপ বৃষ্টি
এলেই যদি কেন চলে যাবে এখনি, ও তুমি?
একটু পরেই শুরু হবে টিপটিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি
টিপটিপ বৃষ্টি
যেতে যেতে বহুদূরে চলে গেলে তুমি
আসি আসি বলে তুমি কত দিলে ফাঁকি
এই দিনে শুধু ভয়
কি করি এ বরষায়
এই দিনে শুধু ভয়
কি করি এ বরষায়
তুমি কাছে নাই
এলেই যদি কেন চলে যাবে এখনি, ও তুমি?
একটু পরেই শুরু হবে টিপটিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি
টিপটিপ বৃষ্টি
মনে মনে কত কথা বলে গেলে তুমি
মিছে মিছে অভিমানে চোখে এলো পানি
যেও না এই অবেলায়
দূরে কোন অজানায়
যেও না এই অবেলায়
দূরে কোন অজানায়
যেখানে আমি নাই
এলেই যদি কেন চলে যাবে এখনি, ও তুমি?
একটু পরেই শুরু হবে টিপটিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি
টিপটিপ বৃষ্টি
এলেই যদি কেন চলে যাবে এখনি, ও তুমি?
একটু পরেই শুরু হবে টিপটিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি
টিপটিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি
টিপটিপ বৃষ্টি
ভিজে যাবে তুমি
টিপটিপ বৃষ্টি !!!!!!!!!!!
********************************************************