পৃথিবীটা নাকি ছোট হতে হতে (Prithibita Naki Choto Hote Hote) - Moheener Ghoraguli Lyrics

SONG CREDIT
Singer : Moheener Ghoraguli
Composer : krosswindz
Lyrics Writer : গৌতম চট্টোপাধ্যায়

"পৃথিবীটা নাকি ছোট হতে হতে" বাংলা লিরিক্স :


পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা হা, আ হা, আ হা হা, আ হা

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি
আ হা হা, আ হা, আ হা হা, আ হা

ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী

তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে.
সারি সারি মুখ আসে আর যায়

নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা হা, আ হা, আ হা হা, আ হা
পাশাপাশি বসে একসাথে দেখা

একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
আ হা হা, আ হা, আ হা হা, আ হা
ভেবে দেখেছো কী

তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী

তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
স্বপ্ন বেচার চোরাকারবার

জায়গাতো তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বঙ্গী
আ হা হা, আ হা, আ হা হা, আ হা
তার চেয়ে এসো খোলা জানালায়

পথ ভুল করে কোন রাস্তায়
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা হা, আ হা, আ হা হা, আ হা
ভেবে দেখেছো কী

তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে

তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে !!!!!

                            ******************************************************


 

পৃথিবীটা নাকি ছোট হতে হতে - Moheener Ghoraguli Song Lyrics

পৃথিবীটা নাকি ছোট হতে হতে (Prithibita Naki Choto Hote Hote) - Moheener Ghoraguli Lyrics

SONG CREDIT
Singer : Moheener Ghoraguli
Composer : krosswindz
Lyrics Writer : গৌতম চট্টোপাধ্যায়

"পৃথিবীটা নাকি ছোট হতে হতে" বাংলা লিরিক্স :


পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা হা, আ হা, আ হা হা, আ হা

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি
আ হা হা, আ হা, আ হা হা, আ হা

ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী

তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে.
সারি সারি মুখ আসে আর যায়

নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা হা, আ হা, আ হা হা, আ হা
পাশাপাশি বসে একসাথে দেখা

একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
আ হা হা, আ হা, আ হা হা, আ হা
ভেবে দেখেছো কী

তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী

তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
স্বপ্ন বেচার চোরাকারবার

জায়গাতো তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বঙ্গী
আ হা হা, আ হা, আ হা হা, আ হা
তার চেয়ে এসো খোলা জানালায়

পথ ভুল করে কোন রাস্তায়
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা হা, আ হা, আ হা হা, আ হা
ভেবে দেখেছো কী

তারারাও যত আলোকবর্ষ দূরে
তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে

তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে !!!!!

                            ******************************************************