কনফিউশন - CONFUSION - BANGLA FIVE - Bangla Song Lyrics
CONFUSION-www.banglasonglyrical.com |
SONG CREDIT
Lyric, tune, vocal: Sina Hasan
Guitar: Anik
Bass: Rafin
Drums: Mehedi
Sound: Anik Ahammed and Mahmud
Lyric, tune, vocal: Sina Hasan
Guitar: Anik
Bass: Rafin
Drums: Mehedi
Sound: Anik Ahammed and Mahmud
"কনফিউশন" বাংলা ফাইভ বাংলা লিরিক্স :
এই চেনা শহর, চেনা সময়
সময় গড়ালে অচেনাও হয়
এই তোমায় নিয়ে আমি ভাবি
তোমায় অনেক চিনে ফেলেছি,
আসলে কি করেছি!
তোমায় আমি চিনি না আবার বোধয় চিনি
তোমায় আমি চিনি না আবার বোধয় চিনি
এই ভালোবাসা দিলাম তোমায়
কিন্তু একটা কিন্তু থেকেই যায়
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি হায়
আসলে কি বেসেছি?
তোমায় ভালোবাসি না আবার বোধয় বাসি।
এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন
চেনা অচেনায় দেখি
সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে
ঠিক কিংবা ভুলে
বইতে বইতে যেমন জল ক্যামনে ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়
সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের ঝরণার মতো বয়ে চলা মানুষদের
আমি ডাকি না আমি ডাকি না আমি ডাকি না, নাকি ডাকি
আমি চিনি না আমি চিনি না, নাকি চিনি
কাউকে আমি চিনিনা, আবার বোধয় চিনি
কাউকে ভালোবাসি না আবার বোধয় বাসি !!
সময় গড়ালে অচেনাও হয়
এই তোমায় নিয়ে আমি ভাবি
তোমায় অনেক চিনে ফেলেছি,
আসলে কি করেছি!
তোমায় আমি চিনি না আবার বোধয় চিনি
তোমায় আমি চিনি না আবার বোধয় চিনি
এই ভালোবাসা দিলাম তোমায়
কিন্তু একটা কিন্তু থেকেই যায়
যখন দূরে দূরে থাকো তুমি
তখন অনেক ভালোবেসে ফেলি হায়
আসলে কি বেসেছি?
তোমায় ভালোবাসি না আবার বোধয় বাসি।
এই চেনা রাস্তা চেনা বাস ট্রেন
চেনা অচেনায় দেখি
সবাই ছুটে চলে একলা কিংবা দলে দলে
ঠিক কিংবা ভুলে
বইতে বইতে যেমন জল ক্যামনে ক্যামনে ক্যামনে সব এক হয়ে যায়
সুখ-দুঃখ কষ্টের পাহাড়ের ঝরণার মতো বয়ে চলা মানুষদের
আমি ডাকি না আমি ডাকি না আমি ডাকি না, নাকি ডাকি
আমি চিনি না আমি চিনি না, নাকি চিনি
কাউকে আমি চিনিনা, আবার বোধয় চিনি
কাউকে ভালোবাসি না আবার বোধয় বাসি !!
*****************