Abar Elo Je Sondha Lyrics (আবার এলো যে সন্ধ্যা) - Song By Lucky Akhand
♫♫ SONG CREDIT ♫♫
Song: Abar Elo Je Shondha
Tune & Music: Lucky Akhond
Original Singer: Happy Akhond
Lyric: S.M Hedayet
গান: আবার এলো যে সন্ধ্যা
সর্বপ্রথম প্রকাশ: ১৯৭৫
সুর ও সংগীতায়োজন: জীবন্ত কিংবদন্তি লাকী আখন্দ
কথা: এসএম হেদায়েত
কণ্ঠ: হ্যাপী আখন্দ
গানটির ভিডিও দেখতে👇👇
Song: Abar Elo Je Shondha
Tune & Music: Lucky Akhond
Original Singer: Happy Akhond
Lyric: S.M Hedayet
গান: আবার এলো যে সন্ধ্যা
সর্বপ্রথম প্রকাশ: ১৯৭৫
সুর ও সংগীতায়োজন: জীবন্ত কিংবদন্তি লাকী আখন্দ
কথা: এসএম হেদায়েত
কণ্ঠ: হ্যাপী আখন্দ
গানটির ভিডিও দেখতে👇👇
আবার এলো যে সন্ধ্যা বাংলা লিরিক্স :
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।
ঝাউবনে হাওয়াগুলো খেলছে,
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে।
ঐ দুর আকাশের প্রান্তে,
সাত রঙা মেঘ গুলো উড়ছে (x2)
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।
এই বুঝি বয়ে গেল সন্ধ্যা,
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে।
ভাবি শুধু এখানেই থাকবো,
ফিরে যেতে মন নাহি চাইছে (x2)
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে
আবার এলো যে সন্ধ্যা, শুধু দু জনে
আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে !!
]] সমাপ্ত [[
Tags : Happy Akhond, Lucky Akhand, আবার এলো যে সন্ধ্যা, এসএম হেদায়েত, Cholona Gure Ashi Bengali Lyrics,