Alingone - আলিঙ্গন - Bangla lyrics - Song By Habib Wahid

habibwahid,bangasong2019,banglaromanticsong,bangla latest song,bangla new song,romantic song,habib song 2019,habib song 2018,Habib Wahid,Alingone,Bangla New Song,habib wahid alingone mp3 download,alingone habib wahid mp3 song download,anmona mon by habib wahid,

SONG CREDIT
Song : Alingone
Singer : Habib Wahid
Tune & Music : Habib Wahid
Lyrics : Ratim Mir
Producer : Habib Wahid



"আলিঙ্গন"- Alingone Song বাংলা লিরিক্স :


নীল জোছনায় যাই মিশে যাই
তোমার কপাল ছোঁবো বলে
দখিন হাওয়ায় যাই ভেসে যাই
তোমার চুলে উড়বো বলে
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আঁচলে
যখন ঢেকে যায় আকাশের নীল
সন্ধ্যাতারা হয়ে দিই দেখা
তোমায় ঘিরে আমার স্বপ্ন-মিছিল
কি করে ভাবো তুমি একা?

যে চোখে আমায় তুমি, করেছো পাগল
প্রেম মেখে যাই তার কাজলে
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে

তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আঁচলে
ঘোর লাগা কোনো এক প্রহরে
মনে গেঁথে গেছে তোমার মায়া

খড়তাপে পোড়া এ শহরে
পাশে আছি হয়ে শীতল ছায়া
হাসিতে জ্বেলেছো বুকে
প্রেমেরই অনল

পুড়ে যাই সুখের সেই অনলে
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আঁচলে !!! 


********************************************************

Alingone - আলিঙ্গন - Bangla lyrics - Song By Habib Wahid

Alingone - আলিঙ্গন - Bangla lyrics - Song By Habib Wahid

habibwahid,bangasong2019,banglaromanticsong,bangla latest song,bangla new song,romantic song,habib song 2019,habib song 2018,Habib Wahid,Alingone,Bangla New Song,habib wahid alingone mp3 download,alingone habib wahid mp3 song download,anmona mon by habib wahid,

SONG CREDIT
Song : Alingone
Singer : Habib Wahid
Tune & Music : Habib Wahid
Lyrics : Ratim Mir
Producer : Habib Wahid



"আলিঙ্গন"- Alingone Song বাংলা লিরিক্স :


নীল জোছনায় যাই মিশে যাই
তোমার কপাল ছোঁবো বলে
দখিন হাওয়ায় যাই ভেসে যাই
তোমার চুলে উড়বো বলে
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আঁচলে
যখন ঢেকে যায় আকাশের নীল
সন্ধ্যাতারা হয়ে দিই দেখা
তোমায় ঘিরে আমার স্বপ্ন-মিছিল
কি করে ভাবো তুমি একা?

যে চোখে আমায় তুমি, করেছো পাগল
প্রেম মেখে যাই তার কাজলে
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে

তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আঁচলে
ঘোর লাগা কোনো এক প্রহরে
মনে গেঁথে গেছে তোমার মায়া

খড়তাপে পোড়া এ শহরে
পাশে আছি হয়ে শীতল ছায়া
হাসিতে জ্বেলেছো বুকে
প্রেমেরই অনল

পুড়ে যাই সুখের সেই অনলে
বৃষ্টি হয়ে নামি, তোমার উঠোনে আমি
তোমার সাথে ভিজবো বলে
তোমার আলিঙ্গনে মিশে যেতে আমি
কারুকাজ হই তোমার আঁচলে !!! 


********************************************************