আজ এই মেঘে ঢাকা রাত লিরিক্স - হাসান (আর্ক)

আজ এই মেঘে ঢাকা রাত lyrics,aj ei meghe dhaka raat lyrics,আজ এই মেঘে ঢাকা রাত lyric,আজ এই মেঘে ঢাকা রাত লিরিক্স,bangla lyric song,bangla song lyrics,lyric bangla song,bangla songs lyrics,
aaj ei meghe dhaka raat lyrics,aj ai meghe dhaka raat lyrics,hasan ark-aj ei meghe dhaka raat lyrics,আজ এই মেঘে ঢাকা রাত,

♫♫ SONG CREDIT ♫♫

Song : Aaj Ei Megh
Artist : Hasan
Album : Best of Hasan



গানটির ভিডিও দেখতে👇👇

Aj Ei Meghe Dhaka Raat Bengali Lyrics :


আজ এই মেঘে ঢাকা রাত
স্তব্ধতায় ভাবি।
আড়ালে সে তো চলে যায়,
নীরবেই কাঁদি।

স্মৃতিগুলো ডেকে যায়,
আজও আমারে কাঁদায়।
দোষগুলো শুধুই কি আমার?
বলো কীই বা অপরাধ?
আমি ভেঙ্গে দেবো আজ সবই।

ফিরে এসো আহত হৃদয়ে,
চাই ফিরে সে দিন।
কোথায় তুমি হারালে?
নিঝুম রাতেই তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়?
আজো পথ চেয়ে রই, আসবেই ফিরে,
রেখেছি সব আলো আমার তোমারই তরে।

আজ এই মেঘে ঢাকা রাত-
স্তব্ধতায় ভাবি।
আড়ালে সে তো চলে যায়,
নীরবেই কাঁদি।

স্মৃতিগুলো ডেকে যায়,
আজো আমারে কাঁদায়।
দোষগুলো শুধুই কি আমার?
বলো কী বা অপরাধ?
আমি ভেঙ্গে দেবো আজ সবই।

ফিরে এসো আহত হৃদয়ে,
চাই ফিরে সে দিন।
কোথায় তুমি হারালে?
নিঝুম রাতেই তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়?
ফিরে এসো
ফিরে এসো !!! 

]] সমাপ্ত [[


Tags : Hasan (Ark),  Best of Hasan, আজ এই মেঘে ঢাকা রাত লিরিক্স,bangla lyric song,bangla song lyrics,

 

Aj Ei Meghe Dhaka Raat Lyrics - Song By Hasan (Ark)

আজ এই মেঘে ঢাকা রাত লিরিক্স - হাসান (আর্ক)

আজ এই মেঘে ঢাকা রাত lyrics,aj ei meghe dhaka raat lyrics,আজ এই মেঘে ঢাকা রাত lyric,আজ এই মেঘে ঢাকা রাত লিরিক্স,bangla lyric song,bangla song lyrics,lyric bangla song,bangla songs lyrics,
aaj ei meghe dhaka raat lyrics,aj ai meghe dhaka raat lyrics,hasan ark-aj ei meghe dhaka raat lyrics,আজ এই মেঘে ঢাকা রাত,

♫♫ SONG CREDIT ♫♫

Song : Aaj Ei Megh
Artist : Hasan
Album : Best of Hasan



গানটির ভিডিও দেখতে👇👇

Aj Ei Meghe Dhaka Raat Bengali Lyrics :


আজ এই মেঘে ঢাকা রাত
স্তব্ধতায় ভাবি।
আড়ালে সে তো চলে যায়,
নীরবেই কাঁদি।

স্মৃতিগুলো ডেকে যায়,
আজও আমারে কাঁদায়।
দোষগুলো শুধুই কি আমার?
বলো কীই বা অপরাধ?
আমি ভেঙ্গে দেবো আজ সবই।

ফিরে এসো আহত হৃদয়ে,
চাই ফিরে সে দিন।
কোথায় তুমি হারালে?
নিঝুম রাতেই তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়?
আজো পথ চেয়ে রই, আসবেই ফিরে,
রেখেছি সব আলো আমার তোমারই তরে।

আজ এই মেঘে ঢাকা রাত-
স্তব্ধতায় ভাবি।
আড়ালে সে তো চলে যায়,
নীরবেই কাঁদি।

স্মৃতিগুলো ডেকে যায়,
আজো আমারে কাঁদায়।
দোষগুলো শুধুই কি আমার?
বলো কী বা অপরাধ?
আমি ভেঙ্গে দেবো আজ সবই।

ফিরে এসো আহত হৃদয়ে,
চাই ফিরে সে দিন।
কোথায় তুমি হারালে?
নিঝুম রাতেই তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়?
ফিরে এসো
ফিরে এসো !!! 

]] সমাপ্ত [[


Tags : Hasan (Ark),  Best of Hasan, আজ এই মেঘে ঢাকা রাত লিরিক্স,bangla lyric song,bangla song lyrics,