Tumi Mor Jiboner Vabona Lyrics - Ahmed Imtiaz Bulbul - Cover By Noble Man
Tumi Mor Jiboner Bhabona-www.banglasonglyrical.com |
SONG CREDIT
Song: Tumi Mor Jiboner Vabona
Singer: Andrew Kishore & Kanak Chapa
Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul
গানটির ভিডিও দেখতে👇👇👇
গানটির ভিডিও দেখতে👇👇👇
"তুমি মোর জীবনের ভাবনা" বাংলা লিরিক্স :
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
হাজার তারের বীণা তুমি
তুমি সুরের ঝংকার
তুমি আমার আষাঢ়-শ্রাবণ
তুমি বসন্ত বাহার
রাগ-রাগিনীর ফুল-কলিতে
কন্ঠে পড়াবো মালা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তোমায় নিয়ে লেখা যেন
সারা পৃথিবীর গান
প্রথম প্রেমের ছোঁয়া তুমি
তুমি যে মান-অভিমান
সব কবিতার ছন্দ তুমি
দুঃখ সুখেরই ভেলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে না ভোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা
তুমি মোর জীবনের ভাবনা
হৃদয়ে সুখের দোলা !!!!
******************]] সমাপ্ত [[******************